প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বৃহস্পতিবার অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
জনাব জসীম উদ্দিন ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর জন্মস্থান চাঁদপুর জেলা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।
পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার পিপিএম (President Police Medal) পদক লাভ করেছেন।
নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট